03/14/2025 লিজেন্ডস লিগে মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ উইন্ডিজ
নট আউট ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২২ ২২:২৭
নট আউট ডেস্কঃ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ লিজেন্ডস ক্রিকেট লিগের দ্বিতীয় আসর ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে গতকাল। আসরের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ সময় বিকাল ৪টায় কানপুর থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের প্রথম আসরেও খেলেছিল বাংলাদেশ। এবারের আসরে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন শাহাত হোসেন রাজীব। এছাড়াও রয়েছেন নাজিমউদ্দীন, আফতাব আহমেদ, মেহররাব হোসেন অপি, অলক কাপালি, তুষার ইমরানের মতো সাবেক তারকা রয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের দলটিও যথেষ্ট শক্তিশালী। দলে লারা ছাড়াও ডোয়াইন স্মিথ, দ্রেবেন্দ্র বিশু, ড্যারেন পাওয়েল, জেরোমে টেলরের মতো তারকারা রয়েছেন।
-নট আউট/এমআরএস