03/14/2025 এশিয়া কাপঃ স্ট্রাইকরেটে শ্রেষ্ঠত্ব মোসাদ্দেকের
নট আউট ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২ ০০:০২
নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ১০৫ রানে অলআউট হওয়া শ্রীলংকা শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন। পুরো আসরে দলীয় পারফরর্মন্সে নজর কেড়েছে সকলের। এবারের আসরে প্রায় প্রতিটি ম্যাচই ছিল টান টান উত্তেজনার। এছাড়াও দীর্ঘসময় পর কোহলি পেয়েছেন শতকের দেখা।
জয়-পরাজয়ের বেড়াজালে বাংলাদেশের বিদায় আগেভাগে হলেও স্ট্রাইকরেটের বিচারে সবার উপরে মোসাদ্দেক হোসেন সৈকত। গ্রুপ পর্বে খেলা দুই ম্যাচ মিলে মোসাদ্দেক করেছেন ৭২ রান। যেখানে এই ডানহাতি ব্যাটারের স্ট্রাইকরেট ১৮০।
স্ট্রাইকরেটের বিচারে দ্বিতীয় অবস্থানে আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান। ১৭১.৪২ স্ট্রাইকরেট নিয়ে মোসাদ্দেকের চেয়ে তিন ম্যাচ খেলে জাদরানের সংগ্রহও ৭২ রান।
স্ট্রাইকরেটের তালিকায় তিনে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব। ১৬৩.৫৩ স্ট্রাইকরেটের তাঁর সংগ্রহ ১৩৯ রান। আফগান ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ ১৬৩.৪৪ স্ট্রাইকরেটে করেছেন ১৫২ রান। ১৫৬.৫৭ স্ট্রাইকরেট নিয়ে পাঁচে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস।
-নট আউট/এমআরএস