03/13/2025 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল ঘোষণা
নট আউট ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪৪
নট আউট ডেস্কঃ আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপ ছাড়াও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষের টি-টোয়েন্টি সিরিজের জন্যও দল ঘোষণা করেছে।
এশিয়া কাপের ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। তবে এশিয়া কাপ মিস করা জসপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটেল ফিরেছেন বিশ্বকাপ দলে। এশিয়া কাপে বুমরাহর ওভাব ভালোভাবেই টের পেয়েছে ভারতীয় দল। এই অভিজ্ঞ বোলারের দলে ফেরা নিশ্চয়ই দলটির জন্য বড় ধরনের স্বস্তি।
এশিয়া কাপ শেষে বিশ্বকাপ দলে মোহাম্মদ সামিকে রাখা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত স্কোয়াডে সুযোগ না পেলেও আছেন স্ট্যান্ড বাই তালিকায়। এশিয়া কাপ দল থেকে বাদ পড়েছেন রবি রবি বিষ্ণোই। অবশ্য এই লেগিকে রাখা হয়েছে সামির ক্যাটাগরিতে।
ভারতের বিশ্বকাপ স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্সাল প্যাটেল ও অর্শদীপ সিং।
স্ট্যান্ড বাই:
মোহাম্মদ সামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।
-নট আউট/এমআরএস