03/13/2025 ওয়ানডে নেতৃত্বে আগ্রহ নেই কামিন্সের
নট আউট ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২ ০১:৫৯
নট আউট ডেস্ক: টিম পেইনের বিতর্কিত ঘটনার পর অস্ট্রেলিয়া ক্রিকেট দলের টেস্টে নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন প্যাট কামিন্স৷ সেই দায়িত্ব নিয়ে অ্যাশেজ সিরিজ জিতেছেন, পাকিস্তানেও পেয়েছেন জয়ের দেখা এবং শ্রীলঙ্কায় সিরিজ ড্র করে সুনাম কুড়িয়েছেন কামিন্স। তবে তিন ফরম্যাটেই একসঙ্গে নেতৃত্ব দেওয়া সমীচীন মনে করছেন না তিনি। মূলত অ্যারন ফিঞ্চের অবসরের পর গুঞ্জন উঠেছে কামিন্সের সাদা বলে নেতৃত্ব পাওয়া নিয়ে৷
কামিন্স বলেছেন, ‘সব ফরম্যাটে ও প্রত্যেক ম্যাচে দায়িত্ব নিতে যাওয়া আমি মনে করি না বাস্তবসম্মত। বিশেষ করে একজন ফাস্ট বোলার হিসেবে আমি মনে করি বিশ্রাম নেওয়ার সময় বের করা উচিত। এটা এমন কিছু নয়, যেটা নিয়ে আমি সত্যিই ভাবছি। আমি টেস্ট দলের নেতৃত্ব নিয়েই দারুণ খুশি। আমি মনে করি না তাড়াহুড়ো করে তাদের কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত।’
আগামী বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিল ফি়ঞ্চ৷ তবে ব্যাট হাতে রান পাওয়ায় ওয়ানডে ফরম্যাটকে বলেছেন বিদায়৷ নিউজিল্যান্ডের বিপক্ষে গেল সিরিজে খেলে ফেলেছেন ক্যারিয়ারের শেষ ওয়ানডে ম্যাচ৷
ফিঞ্চের পর দায়িত্বে কে আসবেন এটি ক্রিকেট অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় প্রশ্ন৷ গুঞ্জন আছে ডেভিড ওয়ার্নারকে আবারও দেখা যেতে পারে নেতারুপে৷ স্বয়ং ফিঞ্চও সাফাই গেয়েছেন এই বাঁমহাতি ব্যাটারের পক্ষে৷
-নট আউট/এমআরএস