03/15/2025 মুশফিকের পায়ে চোট, ১৪ দিনের বিশ্রাম
স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ সেপ্টেম্বর ২০২২ ২৩:০০
স্পেশাল করেসপন্ডেন্টঃ এশিয়া কাপের পর আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছিলেন মুশফিকুর রহিম। তাকে ঘিরে চলমান আলোচনাও থেমে এসেছিল দেশের ক্রিকেটাঙ্গনে।
বিশ্রামে কিছুদিন কাটানোর পর শনিবার মিরপুর স্টেডিয়ামে ফিরেছেন অভিজ্ঞ এ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে বাকি আছে দুটি ফরম্যাট। তার প্রস্তুতিতে কার্পন্য রাখতে চান না মুশফিক।
তবে মাঠে ফেরার দিনটা ভালো কাটলো না তার। শনিবার ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার বিসিবি একাডেমির জিমে কাজ করতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছেন। হাঁটুর নিচে পা কিছুটা কেটেও গেছে, সেখানে ছয়টি সেলাইও লেগেছে। বিসিবির চিকিৎসকরা তাকে ১৪ দিনের বিশ্রাম দিয়েছেন।
বিসিবির বিশ্বস্ত সূত্র জানায়, আঘাত খুব গুরুতর কিছু নয়। জিম করতে গিয়ে বাঁ পায়ের হাঁটুর নিচে ব্যথা পেয়েছেন মুশফিক। পা একটু কেটেও গিয়েছিল। উনাকে আমরা ১৪ দিনের বিশ্রাম দিয়েছে।
আগামী মাসে মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ। প্রথম শ্রেণির এই টুর্নামেন্টে খেলবেন মুশফিক। ডিসেম্বরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা নেই মুশফিকের। তাই জাতীয় ক্রিকেট লিগেই মনোযোগী হবেন তিনি।
-নট আউট/এমজেএ/টিএ