03/13/2025 বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে বাংলাদেশ
নট আউট ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২২ ২২:৫০
নট আউট ডেস্কঃ আইসিসি নারী টি-টোয়েন্টি বাছাইপর্বের প্রথম দিনেই মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
বিশ্বকাপের বাছাই পর্বে গ্রুপ ‘এ’তে রয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আয়ারল্যান্ড ছাড়া গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
প্রথম ম্যাচে নামার আগে ছন্দে রয়েছে দল। একমাত্র প্রস্তুতি ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে টাইগ্রেসদের জয় ৫৪ রানে। তবে ইনজুরিতে জাহানারা আলম ও করোনা পজিটিভ হয়ে ফারজানা হক পিংকির ছিটকে যাওয়া নিশ্চিতভাবে বড় চিন্তার কারন লাল-সবুজ প্রতিনিধিদের।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং অনেক দিন ধরেই মাথাব্যথার কারণ। ব্যাটার ফারজানার অনুপস্থিতিতে বাংলাদেশের কাজটা কঠিন হয়ে গেছে আরও। বাংলাদেশের নারীদের মধ্যে টি-টোয়েন্টিতে এক হাজার রান করা একমাত্র ব্যাটার যে এই ফারজানাই ছিলেন!
বাছাই পর্বের প্রথম দিন বাংলাদেশ-আয়ারল্যান্ড ছাড়াও মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাত-থাইল্যান্ড, জিম্বাবুয়ে-পাপুয়া নিউ গিনি এবং স্কটল্যান্ড-যুক্তরাষ্ট্র।
-নট আউট/এমআরএস