03/13/2025 ডমিঙ্গোকে রেখেই ‘এ’ দলের জন্য সিরিজের চেষ্টায় বিসিবি
স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৮
স্পেশাল করেসপন্ডেন্টঃ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সিরিজটা বাতিল হয়ে গেছে। অর্থ সংকটের কারণে সংযুক্ত আরব আমিরাতে সিরিজটা আয়োজন করতে পারছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
এখন অক্টোবরেই ‘এ’ দলের জন্য নতুন সিরিজ আয়োজনের চেষ্টা করছে বিসিবি। ইতোমধ্যে কয়েকটি দেশের সঙ্গে আলাপ করা হয়েছে। বিসিবি আশাবাদী নতুন সিরিজ আয়োজনে। আফগান ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজে থাকার কথা ছিল হেড রাসেল ডমিঙ্গোর। নতুন সিরিজ চূড়ান্ত হলে সেখানেও থাকবেন তিনি।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন রোববার সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের কাছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের একটা প্রস্তাব ছিল। অক্টোবরে আমাদের ‘এ’ দলের একটা প্রোগ্রাম করা ছিল। দুবাই বা আবুধাবিতে হওয়ার কথা ছিল। পরবর্তীতে অতি সম্প্রতি আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমাদের জানায় যে, তারা রিশিডিউল করতে চাচ্ছে। তাই অক্টোবরে আমাদের ‘এ’ দলের সূচি নতুন সূচিতে নিয়ে যেতে হবে।’
নতুন সিরিজ আয়োজনের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করছি, এই সময়টা যেহেতু খালি থাকছে অন্য কোনো দেশ বা অন্য কারও সাথে এই সময়ে একটা লঙ্গার ভার্সন সিরিজ খেলা যায় কি না।’
পূর্ব পরিকল্পনা অনুযায়ী ডমিঙ্গো থাকবেন ‘এ’ দলের সঙ্গে। কারণ ডিসেম্বরের আগে জাতীয় দলের সিরিজ নেই। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা জানিয়েছিলাম ‘এ’ দলের সঙ্গে সে (ডমিঙ্গো) কাজ করবে। যেহেতু আলোচনা ওই অবস্থায় আছে। চেষ্টা করছি আরেকটা অল্টারনেট সিরিজ আয়োজন করা যায় কি না। সো ওইভাবে প্ল্যান করা আছে এখনো।’
-নট আউট/এমআরএস