03/15/2025 শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন টম মুডির
নট আউট ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৪
নট আউট ডেস্কঃ তিন বছরের চুক্তিতে শ্রীলংকা ক্রিকেটের ডাইরেক্টর অফ ক্রিকেট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অলরাউন্ডার টম মুডি। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই দুই পক্ষের সম্পর্কে ইতি ঘটলো। এই ঘটনায় দুই পক্ষের সম্মতি রয়েছে বলে জানানো হয়েছে।
শ্রীলঙ্কান ক্রিকেটের সেক্রেটারি মোহন ডি সিলভা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, ৫৬ বছর বয়সী টম মুডির সঙ্গে বোর্ড আলোচনা করার পরে দুই পক্ষ রাজি হওয়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, দীর্ঘদিন ধরে টম মুডির প্রফেশনাল ফি দেওয়ার ক্ষমতা বোর্ডের ছিল না। ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমান লঙ্কান ক্রিকেট বোর্ড ৪০ লাখ আমেরিকান ডলারের মালিক। ফলে অর্থের কারনে সম্পর্ক ছিন্ন হবে বিষয়টা অনেকে স্বাভাবিকভাবে গ্রহণ করেনি। বিশ্বকাপের আগে এমন সিদ্ধান্ত অবশ্যই কার্যকরী পরিকল্পনা থাকতে পারে লঙ্কানদের।
-নট আউট/এমআরএস