03/15/2025 নেটে শট মিস করে স্ট্যাম্প ভাঙলেন শান্ত
স্পেশাল করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২২ ০৬:৩০
স্পেশাল করেসপন্ডেন্টঃ আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে নাজমুল হোসেন শান্তকে নিয়ে। কোনো পারফরম্যান্স ছাড়া শুধু নেটে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের মন জয় করে বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। নির্বাচকরা বলেছেন, তাকে ব্যাকআপ ওপেনার হিসেবে নেয়া হয়েছে।
কিন্তু তাতেও থামেনি সমালোচনা। বরং শান্তকে দলে নিয়ে তীব্র সমালোচনা, গঞ্জনার মুখে পড়েছেন নির্বাচকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শান্তকে নিয়ে চলছে ট্রলের প্রতিযোগিতা।
অব্যাহত সমালোচনায় যেন নড়ে গেছে শান্ত’র মন। যদিও বিশ্বকাপের জন্য নিজেকে তৈরি করতে কঠোর পরিশ্রম করছেন তিনি। নিয়মিত ব্যাটিং অনুশীলন করছেন তিনি। মঙ্গলবার মিরপুর স্টেডিয়ামে বোলিং মেশিনের বিপরীতে ব্যাটিং করেছেন শান্ত। যাতে অস্ট্রেলিয়ার পেস, বাউন্সি কন্ডিশনে তীব্র গতির বল সামলাতে পারেন।
আবার মঙ্গলবার নেটে ব্যাটিংয়ের সময় মেজাজ হারাতেও দেখা গেছে তাকে। এমনকি নিজের উপর বিরক্ত হয়ে ব্যাট দিয়ে স্ট্যাম্পই ভেঙে ফেলেছেন শান্ত। যা ধরা পড়েছে ক্যামেরার লেন্সে। বিকেলের মধ্যেই এই দৃশ্যের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
দেখা গেছে এগিয়ে এসে শট খেলতে গিয়েছিলেন শান্ত। কিন্তু বলে-ব্যাটে হয়নি। পরে ব্যাট দিয়ে স্ট্যাম্পে সজোরে আঘাত করেন তিনি। ফলে লেগ স্ট্যাম্প উড়ে বাইরে চলে যায়।
অবশ্য পরে নিজেই গিয়ে স্ট্যাম্প তুলে আনেন শান্ত। এবং মাটিতে পুঁতে দেন।
হয়তো এমন শট মিস করায় নিজের মেজাজ নিয়ন্ত্রণ করতে পারেননি। নিজের উপর চরম বিরক্তি চেপে বসেছিল। তাই রেগে স্ট্যাম্পই ভেঙেছেন।
-নট আউট/এমজেএ/টিএ