03/14/2025 বাবরকে টপকে গেলেন সূর্য, উঠলেন তিনে
নট আউট ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২ ০৯:১৫
নট আউট ডেস্কঃ কদিন আগেই সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের কাছে, টি-টোয়েন্টিতে আইসিসি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান খুইয়েছেন বাবর আজম। এবার শীর্ষ তিন থেকেই ছিটকে গেলেন এই পাক তারকা ব্যাটার। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাবরকে পেছনে ফেলে তিনে উঠে এসেছেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব।
সদ্য সমাপ্ত এশিয়া কাপ থেকেই, ব্যাট হাতে ঠিক ছন্দে নেই পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপে ব্যর্থতায় রিজওয়ানের কাছে খুইয়েছেন সিংহাসন। গতকাল (২০ সেপ্টেম্বর) ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাবরের ব্যাট থেকে এসেছে ৩১ রান। তাতেই শীর্ষ তিন থেকে ছিটকে যেতে হলো তাকে।
অন্যদিকে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা মোহাম্মদ রিজওয়ান ধরে রেখেছেন শীর্ষস্থান। ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে বাবর বড় ইনিংস খেলতে না পারলেও, দলের পক্ষে সর্বোচ্চ রান এসেছে রিজওয়ানের ব্যাট থেকেই। খেলেছেন ৬৮ রানের ইনিংস। তাতেই শীর্ষস্থান আরও মজবুত করলেন এই পাক তারকা।
এদিকে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন প্রোটিয়া তারকা এইডেন মার্করাম৷ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ভারত হারলেও, সূর্যকুমার খেলেছেন ২৫ বলে ৪৬ রানের দুর্দান্ত ইনিংস। সেই সুবাধেই এক ধাপ এগিয়ে চার থেকে তিনে উঠে এসেছেন তিনি। সূর্য তিনে উঠায় এক ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন বাবর।
বর্তমানে শীর্ষে থাকা মোহাম্মদ রিজওয়ানের রেটিং ৮২৫। অন্যদিকে দুইয়ে থাকা মার্করাম পিছিয়ে ৩৩ রেটিংয়ে। এই প্রোটিয়া ব্যাটারের রেটিং ৭৯২। এছাড়া শীর্ষে থাকা রিজওয়ানের থেকে ৪৫ রেটিংয়ে পিছিয়ে আছেন সূর্যকুমার। এই ভারতীয় তারকার রেটিং বর্তমানে ৭৮০। চারে থাকা বাবর আজমের রেটিং ৭৭১। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচের বাকি নামটি ইংল্যান্ডের ডেভিড মালানের। এই ইংলিশ ব্যাটারের রেটিং ৭২৫।
-নট আউট/টিএ