03/14/2025 টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালের ভেন্যু ঘোষণা
নট আউট ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২২ ২২:০৪
নট আউট ডেস্কঃ আগামী ২০২৩ ও ২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আয়োজন করা হবে লন্ডনের দ্য ওভালে। আর ২০২৫ সালের টুর্নামেন্টের ফাইনালটি হবে লর্ডসে।
এই দুই ভেন্যুর ঘোষণা দিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। ক্রিকেট বিশ্বের ঐতহ্যবাহী এই দুই স্টেডিয়ামে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আয়োজন করতে পেরে দারুণ আনন্দিত আইসিসি।
অ্যালারডাইস বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দ্য ওভালে আয়োজন করতে পেরে আমরা দারুণ আনন্দিত। যে মাঠের অনেক ঐতিহ্য ও ভালো পরিবেশ রয়েছে। যা এমন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আদর্শ। এরপর আমরা ২০২৫ সালের ফাইনাল লর্ডসে আয়োজন করবো।'
বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সরিয়ে নেয়া হয়েছে লর্ডস থেকে। এর আগে গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করা হয়েছিল ইংল্যান্ডের সাউদাম্পটনে।
-নট আউট/এমআরএস