03/13/2025 সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ থাইল্যান্ড
নট আউট ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২ ০০:০৭
নট আউট ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়। আগামী বছর বিশ্বকাপের মূল পর্বে খেলতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতিদের। কেননা শুধুমাত্র ফাইনালিস্ট দুই দলই জায়গা পাবে মূল পর্বে।
এবারের বাছাইপর্বে গ্রুপ পর্বে তিন ম্যাচই জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৪ রানের পর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে জয় ৬ উইকেটের। শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় এসেছে ৫৫ রানের।
গ্রুপ পর্বে থাইল্যান্ড নিজেদের তিন ম্যাচের মধ্যে জয় পেয়েছে দুইটিতে। পাপুয়া নিউগিনি ও আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেও দলটি হেরেছে জিম্বাবুয়ের বিপক্ষে।
-নট আউট/এমআরএস