03/15/2025 বাবরের ঝড়ো সেঞ্চুরিতে উড়ে গেল ইংল্যান্ড
নট আউট ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২ ০৯:৫৪
নট আউট ডেস্কঃ এশিয়া কাপে ব্যাট হাতে ছন্দে ছিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৬ ম্যাচ খেলে সর্বসাকুল্যে করেছিলেন ৬৮ রান। স্বাভাবিকভাবেই তাই উঠেছিল সমালোচনার ঝড়। মাঠের বাইরের এতো এতো আলোচনা-সমালোচনা, সবকিছু বন্ধ করতে প্রয়োজন ছিল বাইশ গজে দুর্দান্ত একটি ইনিংসই। অবশেষে ফিরে আসার ম্যাচে বাবর খেলেছেন রাজকীয় সেই ইনিংসই।
রিজওয়ানের সঙ্গে রেকর্ড অবিচ্ছিন্ন দুই শতাধিক রানের জুটি গড়ে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবর তুলে নিয়েছেন নিজের দ্বিতীয় শতকটা। তাতেই ইংলিশদের রান পাহাড় টপকে দুর্দান্ত জয়ে সিরিজেও সমতা ফিরিয়েছে স্বাগতিক পাকিস্তান। একই সঙ্গে টি-টোয়েন্টি নিজেদের পুরনো রেকর্ডই এদিন ভাঙলেন বাবর-রিজওয়ান। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিংয়ে এই দু'জন করেছিলেন ১৯৭ রান। এদিন সেটা ভেঙে নতুন করেই লিখেছেন রেকর্ড।
করাচিতে এদিন টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রানের পাহাড় গড়ে সফরকারী ইংল্যান্ড। ৪টি করে চার ও ছক্কায় ইংলিশদের পক্ষে ২৩ সর্বোচ্চ ৫৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মঈন আলী। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় পাকিস্তান। এরপর ইংলিশ বোলারদের উপর রীতিমতো চড়াও হয়ে দ্রুতই তুলেন রান। শেষ পর্যন্ত এই জুটিই আর ভাঙতে পারেনি ইংলিশরা। ফলে ১০ উইকেটের বিশাল জয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। ১১ চার ও ৫ ছক্কায় ৬৬ বলে ১১০ রান করেন বাবর আজম। ৫ চার ও ৪ ছক্কায় ৫১ বলে ৮৮ করেন মোহাম্মদ রিজওয়ান।