03/13/2025 ফের ‘গোল্ডেন ডাক’ সাকিবের, টানা দ্বিতীয় জয় পেল গায়ানা
নট আউট ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২২ ২০:২৮
নট আউট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে টানা দুই ম্যাচেই ব্যাট হাতে ‘গোল্ডেন ডাক’ মেরেছেন সাকিব আল হাসান। জ্যামাইকার বিপক্ষে আগের ম্যাচেই রানের খাতা খোলার আগে ফেরা সাকিব, সেন্ট লুসিয়ার বিপক্ষেও ব্যাট হাতে করেছেন হতাশ। তবে সাকিব ব্যর্থ হলেও, সেন্ট লুসিয়ার রানের পাহাড় টপকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
গায়ানায় এদিন আগে ব্যাট করে, ফাফ ডু প্লেসির সেঞ্চুরিতে ১৯৪ রানের পাহাড় গড়ে সেন্ট লুসিয়া কিংস। গায়ানার পক্ষে ৩৩ রান খরচ করে ২ উইকেট নেন সাকিব। জবাবে, শাই হোপ ও রহমানউল্লাহ গুরবাজের জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সেন্ট লুসিয়ার ১৯৪ রানের পাহাড় টপকাতে নেমে, দুই ওপেনার গায়ানাকে এনে দেন উড়ন্ত সূচনা। উদ্বোধনী জুটিতেই চন্দ্রপাল হেমরাজ ও রহমানউল্লাহ গুরবাজ যোগ করেন ৮১ রান। হাফ সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। তবে এরপরেই খেই হারায় গায়ানা। ২৯ রান করা হেমরাজের বিদায়ের পর ৮৫ রানের মধ্যেই আরও ২ উইকেট হারায় দলটি। আগের ম্যাচেই রানের খাতা খোলার আগে আগে ফেরা সাকিব, এদিনও ফিরেছেন খালি হাতে।
অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া গুরনাজ ফিরেন ৫২ রান। এই দু'জনকেই ফেরান মার্ক দেয়াল। দ্রুত তিন উইকেট হারিয়ে খানিকটা বিপাকে পড়া গায়ানাকে পথ দেখান অধিনায়ক শিমরন হেটমায়ার ও শাই হোপ। চর্তুথ উইকেট জুটিতে এই দু'জন গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। তাতেই ম্যাচে ফিরে আসে গায়ানা। এরপর ২৮ বলে ৩৬ রান করা হেটমায়ার বিদায় নিলে ভাঙে এই জুটি।
এরপর রোমারিও শেইফার্ডকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হোপ। এই তারকা ব্যাটার তুলে নেন দুর্দান্ত হাফ সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৪ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় পায় গায়ানা। ২ চার ও ৫ ছক্কায় ৩০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন শাই হোপ।
এর আগে টস জিতে নির্ধারিত ৫ উইকেট হারিয়ে ১৯৪ রানের পাহাড় গড়ে সেন্ট লুসিয়া। ১০ চার ও ৬ ছক্কায় ৫৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন অধিনায়ক ফাফ ডু প্লেসি৷ এছাড়া ডিকওয়েলা খেলেন ৩৬ রানের ইনিংস। শেষ দিকে রোস্টন চেজ অপরাজিত থাকেন ১৭ রানে। গায়ানার পক্ষে ৩৩ রানে ২ উইকেট নেন সাকিব।
-নট আউট/টিএ