03/17/2025 সবচেয়ে ধনী অধিনায়ক রোহিত; দ্বিতীয় সাকিব
নট আউট ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪০
নট আউট ডেস্কঃ আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ আট দলের অধিনায়করে সম্পদের হিসাব প্রকাশ করেছে সিএ নলেজ ও ক্রিকফ্যান। তাদের প্রকাশিত তথ্যানুযায়ী আয়ের তালিকায় সবার উপরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় অবস্থানে রয়েছেন সাকিব আল হাসান। সবচেয়ে ধনী অধিনায়ক রোহিত; দ্বিতীয় সাকিব
বর্তমান সময়ে তিন সংস্করণে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সম্পদের পরিমাণ বাংলাদেশি টাকায় ২৪৩ কোটি টাকা। তিনি বিভিন্ন পণ্য উৎপাদনকারী ১১টি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেন। অপরদিকে সাকিবের টাকার পরিমাণ ২২২ কোটি। তিনি ১২টির অধিক কম্পানির শুভেচ্ছাদূত।
তিনে আছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। চতুর্থ অবস্থানে থাকা অ্যারন ফিঞ্চ ৮১ কোটি টাকার মালিক।
৬৫ কোটি টাকার মালিক হিসেবে পাঁচে আছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। পরবর্তী নামগুলো যথাক্রমে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ৫০ কোটি, পাকিস্তান অধিনায়ক বাবর আজম ৪০ কোটি এবং আফগান অধিনায়ক মোহাম্মদ নবি ১২ কোটি টাকার মালিক বলে দাবি করছে সিএ নলেজ।
-নট আউট/এমআরএস