03/14/2025 টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নট আউট ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২ ০৫:৩৮
নট আউট ডেস্কঃ আজ (রবিবার) থেকে শুরু হচ্ছে স্বাগতিক আরব আমিরাত ও বাংলাদেশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে এই সফরে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিকরা।
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা সবশেষ ম্যাচের একাদশে এসেছে একাধিক পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার তাসকিন আহমেদ এবং এবাদত হোসেনকে৷ এছাড়া সিপিএলে খেলা আরব আমিরাত সফরেই নেই কাপ্তান সাকিব।
এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন তারকা ব্যাটার লিটন দাস ও ইয়াসির আলী। দলে ফিরেছে দুই পেসার মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলামও৷ ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মোসাদ্দেক সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও শরিফুল ইসলাম।
-নট আউট/টিএ