03/13/2025 রাতে একই সময়ে মাঠে নামছে বাংলাদেশ ও সাকিব
নট আউট ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২ ২১:৪৭
নট আউট ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত আটটায় মাঠে নামছে নুরুল হাসানের সোহানের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল। একই সময়ে ক্যারিবিয়ান লিগে প্রভিডেন্স স্টেডিয়ামে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচ খেলতে নামবে সাকিবের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে জিতলেও নিজেদের অতীত বারবার সামনে এনেছে ক্রিকেটাররা। দ্রুত রান তুলতে গিয়ে অকারনে নিজেদের উইকেট উপহার দিয়েছে প্রতিপক্ষ বোলারদের। গুরুত্বপূর্ণ সময়ে ছেড়েছে ক্যাচ। যদিও শেষ পর্যন্ত জয় এসেছিল ৭ রানে। চাপ থেকে ম্যাচ জয়কে অবশ্য ইতিবাচক হিসেবেও দেখছেন অনেকে।
সিপিএলের প্রথম দুই ম্যাচে সাকিব কোন রান করতে না পারলেও পরের দুই ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। শেষ ম্যাচে খেলেছেন ৩০ বলে ৫৩ রানের ইনিংস। এছাড়াও বল হাতে ১২ রান খরচে নিয়েছেন ১ উইকেট।
- নট আউট/এমআরএস