03/14/2025 এবার ওপেনিংয়ে দেখা যাবে সৌম্যকে?
নট আউট ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২ ০০:১৩
নট আউট ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে এ যেন ওপেন সিক্রেট, পারফর্মন্সের চেয়ে ভক্তদের চাওয়ার পাল্লা ভারি হলেই সুযোগ মিলে বেশিরভাগ সময়ে৷ এশিয়া কাপের আগে সাব্বিরকে নিয়ে মেতেছিল সকলে, আস্থা রেখে সুযোগ দিয়েছে ম্যানজেম্যান্ট৷ যদিও এখন পর্যন্ত ফলাফল শূন্য৷ সাব্বিরের ব্যর্থতায় তাকে ছেটে ফেলে দলে সৌম্যকে চাচ্ছে কেউ কেউ৷ শঙ্কা জাগতেই পারে তবে কি আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাদ পড়তে যাচ্ছেন সাব্বির, সেই সাথে সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার৷
ওপেনিং পজিশনে স্থায়ীত্ব নেই দীর্ঘ সময় ধরেই৷ এশিয়া কাপে সাব্বির-মিরাজকে বাজিয়ে দেখার পর বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টির সিরিজের প্রথম ম্যাচেও তারা সুযোগ পেলেও করতে পারেনি কাজের কাজ৷ সাব্বিরের শূ্ন্য রানে আউটের পর মিরাজ ফিরেছিলেন ১২ রান করে৷ রানের চেয়ে বড় প্রশ্ন উঠেছিল তাদের শর্ট সিলেকশনের ধরন নিয়ে৷ এছাড়াও যে ইমপ্যাক্টের কথা বলা হয়েছিল সেটিও খুঁজে পাওয়া দুস্কর৷
সৌম্য সরকার ফিরলেই বদলে যাবে সব কিছু বিষয়টা মোটেও এমন নয়৷ কেননা এই বাঁহাতি খুব একটা ছন্দে নেই৷ সবশেষ ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগে অধারাবাহিকতার কারনে বাদ পড়েছিল একাদশ থেকে৷ এরপর এ দলের সিরিজেও প্রমাণ করতে পারেনি খুব একটা৷ তবে দিন শেষে বড় শক্তিই যেন ভক্তদের চাওয়া৷
বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও রিজার্ভ বেঞ্চে জায়গা হয়েছের সৌম্যের৷ সৌম্যের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকলেও কতটা কার্যকর হতে পারেন দুঃসময়ে সেটিই দেখে নেওয়ার সুযোগ হতে পারে আজকের ম্যাচে৷
নট আউট/এমআরএস