03/13/2025 ফলাফলে বাংলাদেশ, ইমপ্যাক্টে আরব আমিরাত!
নট আউট ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২২ ১০:৪০
নট আউট ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ এটি ছিল চির বাস্তবতা৷ দিনশেষে সিরিজ নিজেদের করে নিয়েছে সোহানরা৷ যদিও ক্রিকেটে প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই তবুও সামর্থ্যের বিচারে এগিয়ে রাখা যায় অনেক সময়ে৷ সিরিজ জিতলেও দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি নয় দেশের ক্রিকেট মহল৷ এখন বড় প্রশ্ন ক্রিকেটাররা নিজেরাই খুশি তো?
ফ্লাসব্যাগে গিয়ে প্রথম ম্যাচের পারিপ্বার্শিক অবস্থা লক্ষ্য করলে যা মিলবে তা হচ্ছে টাইগারদের ভয়যুক্ত ক্রিকেট৷ ইমপ্যাক্ট, সাহসী ক্রিকেটের কথা খাতা-কলমের পাশাপাশি মুখে মুখে৷ বাস্তবে তার ছিটে ফোঁটাও খুঁজে পাওয়া দুর্লভ৷ অভিজ্ঞার কারনে সেদিন বেঁচে গিয়েছিল বাংলাদেশ৷ তবে বাঁচতে পারবে কি অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বৈশ্বিক আসরে৷ অবশ্য বাংলাদেশের টার্গেট এই বিশ্বকাপ যে না সেটি জানিয়ে দিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন৷
আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের জয় ৩২ রানে৷ ম্যাচ জিতলেও টাইগারদের হার ঐ সাহসীকতায়৷ ছোট করে বললে ইমপ্যাক্টে৷ ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকা আমিরাত শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে করেছে ১৩৭ রান৷ অথচ ছয় উইকেট হাতে নিয়ে নিজেদের শেষ পাঁচ ওভারে বাংলাদেশ করতে পেরেছে মাত্র ৪৩৷
আইসিসির সহযোগী দেশের তালিকায় রয়েছে আরব আমিরাতের নাম৷ সদ্য সমাপ্ত এশিয়া কাপে বাছাইপর্বের বাঁধাও অতিক্রম করতে ব্যর্থ দলের বিপক্ষেও প্রকাশ পেয়েছে লাল-সবুজ প্রতিনিধিদের অসক্ষমতা৷
মাঠের পারফরম্যান্স ছেড়ে ছোট করে আলোচনায় যোগ করা যেতে পারে একাদশ প্রসঙ্গ৷ ইমপ্যাক্টের কারনে বিশ্বকাপ দলে রাখা নাজমুল হাসান শান্তকে বাজিয়ে দেখার সুযোগ ছিল আজকের ম্যাচে৷ তবে শেষ পর্যন্ত তার অবস্থান ছিল আগের ম্যাচের মতই৷ অর্থ্যাৎ সুযোগ হয়নি মাঠের লড়াইয়ে৷
একই প্রসঙ্গে সমর্থকদের হরেক রকম চিন্তাভাবনা থাকলেও আধুনিক ক্রিকেটে এগিয়ে যেতে জয় খুবই প্রয়োজন ছিল বাংলাদেশের৷ কেননা গত এক বছরে এবারই প্রথম টি-টোয়েন্টিতে টানা জয় পেল দলটি৷ দিনশেষে জয়ের অনুপ্রেরণা কাজে আসতেই পারে ত্রিদেশীয় সিরিজে৷ আসলে নিশ্চয়ই মন্দ হবে না, না আসলেও খুব একটা ক্ষতি হবে এমনও না৷ কারন ব্যর্থতায় অভ্যস্ত সমর্থকেরা৷
-নট আউট/এমআরএস