03/13/2025 প্রস্তুতি ভালো হয়েছে: সোহান
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:০৪
স্পেশাল করেসপন্ডেন্টঃ সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ শেষে বুধবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল। গতকাল রাতে দুবাই স্টেডিয়ামে ম্যাচ খেলে সোজা বিমানবন্দরে এসেছে টাইগাররা। রাতেই ফ্লাইটে চড়ে সকাল ৯টায় ঢাকায় নেমেছে নুরুল হাসান সোহানের দল।
আইসিসি সহযোগী আরব আমিরাতের বিরুদ্ধে দুই ম্যাচেই প্রত্যাশিত জয় পেয়েছে বাংলাদেশ দল। ২-০ তে সিরিজটাও জিতেছে। প্রথম ম্যাচে ৭ রানে, গতকাল দ্বিতীয় ম্যাচে ৩২ রানে স্বাগতিকদের হারায় সোহানের দল। দুটি ম্যাচের বাইরে টানা কয়েকদিন দুবাইয়ের আইসিসি একাডেমিতে অনুশীলন করেছেন ক্রিকেটাররা।
সবমিলিয়ে আমিরাত সফর সফল হয়েছে এবং বিশ্বকাপের প্রস্তুতি ভালো হয়েছে মনে করেন অধিনায়ক সোহান। বুধবার বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘কোন আসরের আগে এ রকম ক্যাম্প এবং এরকম সুযোগ সুবিধা অবশ্যই আমাদের সকলের কনফিডেন্ট অনেক বাড়িয়ে দিয়েছে। কারণ ওখানে আমরা পর্যাপ্ত অনুশীলনের সুবিধা পেয়েছি। আমার কাছে মনে হয় প্রিপারেশনটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।’
সিরিজে স্ট্রাইক রেট ভালো রেখে ব্যাটিংয়ের পরিকল্পনায় ছিলেন ব্যাটসম্যানরা, এমনটাই জানিয়েছেন সোহান। তিনি বলেছেন, ‘টি-২০ তে আমার কাছে মনে হয় অনেক সময় বড় রান করা থেকে স্ট্রাইক রেট পরিস্থিতি অনুযায়ী রানটা অনেক গুরুত্বপূর্ণ থাকে। আসলে আমাদের সবার লক্ষ্য ওখানে ছিল। প্রতিদিন একরকম হবে বিষয়টা এমন না। বিশ্বকাপের মতো বড় আসরের আগে এমন অনুশীলনের সুযোগ সুবিধা পেয়েছি যা দলের সবার জন্য বুস্ট আপ করবে এবং কনফিডেন্ট দেবে।’
-নট আউট/এমআরএস