03/13/2025 সাব্বিরে সন্তুষ্ট সিডন্স
নট আউট ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২২ ০১:১৩
নট আউট ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সাব্বির এক ছয় ও এক চারে করেছেন মোট ১২ রান। দুই ম্যাচে মোট সংগ্রহও সেটিই। কেননা প্রথম ম্যাচে করতে পারেনি কোন রান। সাব্বিরকে নিয়ে ধারাবাহিক সমালোচনা চললেও এই হার্টহিটার ব্যাটারকে নিয়ে সন্তুষ্ট ব্যাটিং কোচ জেমি সিডন্স।
বিসিবির প্রকাশিত ভিডিও বার্তায় সিডন্স বলেন, ‘সাব্বির এখনো ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই।’
আরেক 'মেক শিফট' ওপেনার মেহেদী হাসান মিরাজের প্রশংসাও করেছেন সিডন্স। প্রথম ম্যাচে ১৪ বলে ১২ রান করলেও দ্বিতীয় ম্যাচে ৩৭ বলে ৪৬ রান করেন এই ডানহাতি ব্যাটার।
সিডন্স আরও বলেন, ‘হ্যাঁ (আমি খুশি); বিশেষ করে মিরাজের ওপর। মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। ওর আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপ অর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।’
-নট আউট/এমআরএস