03/17/2025 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ!
নট আউট ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২২ ০২:১৭
নট আউট ডেস্কঃ ফের ধাক্কা ভারতীয় ক্রিকেট। টি-২০ বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। সম্প্রতি চোট সারিয়ে তিনি ফিরেছিলেন জাতীয় দলে। প্রায় দুমাস তিনি বাইরে ছিলেন।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেছেন বুমরাহ। বোর্ডের চিকিৎসক দলের পর্যবেক্ষণের পর এ ম্যাচ থেকে ছিটকে যান তিনি।
উল্লেখ্য, পিঠের চোটের কারণেই এশিয়া কাপে খেলা হয়নি এই পেসারের। ভারতীয় দলের ইংল্যান্ড সফরের পরই বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তাই ছিলেন না ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরের দলে। তবে এ সময়ের মধ্যে চোট থেকে সেরে উঠতে না পারায় এশিয়া কাপের দল থেকে বাদ পড়েন তিনি।
-নট আউট/এমআরএস