03/14/2025 বিশ্বকাপের প্রাইজমানি প্রকাশ
নট আউট ডেস্ক
১ অক্টোবর ২০২২ ০৩:৪১
নট আউট ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথারীতি প্রাইজমানি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এবারের বাজেট মোট ৫.৬ মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৬ কোটি টাকা।
সুপার টুয়েলভে সরাসরি খেলা ৮ দল প্রত্যেকে পাবে ৭০ লাখ টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে ১৬ কোটি টাকা। রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ কোটি টাকা। সেমিফাইনালে ওঠা দলগুলো পাবে ৪ কোটি টাকা করে। আর প্রতি ম্যাচ জয়ে সুপার টুয়েলভ পর্বের দলগুলো পাবে ৪০ লাখ টাকা করে।
আরও পড়ুনঃ একনজরে সবগুলো দলের বিশ্বকাপ স্কোয়াড
বাংলাদেশ দলের বর্তমান অবস্থা খুব একটা ভালো এটি বলার সুযোগ নেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও দিতে হয়েছে কঠিন পরীক্ষা। অবশ্য এবারের সুপার টুয়েলভে সরাসরি খেলবে সাকিবের দল। ফলে কোন ম্যাচ না জিতলেও নিশ্চিতভাবে পাওয়া যাবে ৭০ লাখ টাকা। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে মূলপর্বে এখন পর্যন্ত মাত্র ১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ।
বিশ্বকাপ প্রতিটি দলের পাশাপাশি প্রত্যেক খেলোয়াড়ের কাছে অনন্য কিছুই। প্রায় সকলের লক্ষ্য থাকে চ্যাম্পিয়ন হওয়ার। অবশ্য এ ক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কেননা স্বয়ং বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন তাদের লক্ষ্য এবারের বিশ্বকাপ নয়, পরেরটা। যদিও এর পেছনে ব্যাখ্যা হিসেবে তিনি বলেছেন এই দলকে সময় দিতে চান তিনি। অর্থাৎ বলা যেতে পারে শ্রীলংকা যেভাবে তাদের পরিকল্পনা গুছিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে তেমনি কিছু একটা করতে চাচ্ছে বোর্ড। যদি তাই হয় তাহলে খুব একটা মন্দ হওয়ার কথা নয়।
-নট আউট/এমআরএস