03/13/2025 বার্বাডোজকে হারিয়ে সিপিএল চ্যাম্পিয়ন জামাইকা তালাওয়াজ
নট আউট ডেস্ক
১ অক্টোবর ২০২২ ২০:০৯
নট আউট ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে জামাইকা তালাওয়াজ। ফাইনালে বার্বাডোজ রয়্যালসকে আট উইকেটে হারিয়েছে দলটি।
ট্রফি জয়ের মিশনে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তুলে বার্বাডোজ। জবাবে ব্রেন্ডন কিং-এর ব্যক্তিগত ৮৩ রানে ভর করে ২৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় জামাইকা।
সহজ জয় পেলেও তাড়া করতে নেমে প্রথম ওভারে কেনার লুইসের উইকেট হারায় তারা। তবে দলের হাল ধরেন ব্রেন্ডন কিং। তাঁকে যোগ্য সঙ্গত করেন শামারাহ ব্রুকস। ৫০ বলে অপরাজিত ৮৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রেন্ডন কিং। তাঁর এই ইনিংসে রয়েছে ১৩টি চার এবং ২টি ছক্কা। ৩৩ বলে ৪৭ করে আউট হন শামারাহ ব্রুকস।
ব্রুকসের এই ইনিংসটি সাজানো ২টি ছয় এবং ছ'টি চারের সাহায্যে। এই জুটিই শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয় জামাইকাকে। এর পরে ব্রুকস আউট হলে ক্রিজে আসেন রভম্যান পাওয়েল। তিনি একটি ছক্কার সাহায্যে ১৩ বলে ১৪ করে অপরাজিত থাকেন।
-নট আউট/এমআরএস