03/14/2025 উনি যদি শুনে খুশি হয়, তাহলে আমি অত্যন্ত অসহায়: পাপন
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ অক্টোবর ২০২২ ০৭:১৩
স্পেশাল করেসপন্ডেন্ট: বিসিবির সাবেক পরিচালক, আলোচিত ক্রীড়া সংগঠক ও দেশের প্রখ্যাত স্থপতি মোবাশ্বের হোসেন বরাবরই ক্রিকেটাঙ্গন নিয়ে সরব। দেশের ক্রিকেটের ক্রান্তি লগ্নে, ভালো সময়ে গণমাধ্যমে তার ডাক পড়ে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কর্মকান্ড, দেশের ক্রিকেট নিয়ে সবসময়ই কথা বলেন তিনি। বলা চলে তার সমালোচনার তীর যেন সবসময় তাক করাই থাকে।
কিছুদিন আগে বেসরকারি এক টিভি চ্যানেলের টক শো’তে মোবাশ্বের হোসেন বলেছিলেন, খোদ পাপনই বিসিবিতে অসহায়!
জাতীয় দল নিয়ে অনেক কিছুই বিসিবি সভাপতির অগোচরে হয়। এসব তথ্য নাকি পাপনই ফোন করে মোবাশ্বেরকে জানিয়েছেন।
রোববার মিরপুর স্টেডিয়ামে বিসিবির সপ্তম বোর্ড সভার পর মোবাশ্বেরের মন্তব্য নিয়ে মুখ খুলেছেন পাপন। এসব মন্তব্যের প্রতিক্রিয়ায় বিসিবি সভাপতি বলেছেন, ‘এখনও যদি কারো কাছে মনে হয় আমি অসহায়, আমার কিছু বলার নাই। নো কমেন্টস। উনি যদি শুনে খুশি হয়, তাহলে আমি অত্যন্ত অসহায়। খুশি থাক। উনি কেন বলছে আমি জানি না।’
জাতীয় দল নির্বাচনে সংশ্লিষ্টতা, হস্তক্ষেপ করার অভিযোগ উঠে বিসিবি সভাপতির বিরুদ্ধে। সমালোচনার তোপেও পুড়তে হয় তাকে। মোবাশ্বেরকে ফোন করে বিসিবি সভাপতিই বলেছিলেন, জাতীয় দলের এই কর্মকান্ডের সঙ্গে তিনি জড়িত নন।
মোবাশ্বেরকে ফোন করার বিষয়ে পাপন বলেন, ‘এটা সত্য উনাকে আমি এটা বলেছি যে, এসবের মাঝে আমি জড়িত না। ’
তবে দিন শেষে সমালোচকদের মন্তব্যকে স্রেফ মজা মনে করেন পাপন। তিনি বলেন, ‘তারপরও কেউ যদি এসব বলে মজা পায়, পাক না সমস্যা কি।’
-নট আউট/এমজেএ/এমআরএস