03/13/2025 শুভ জন্মদিন মাশরাফি
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২২ ১৯:০৯
নিজস্ব প্রতিবেদকঃ বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের বড় অংশ জুড়ে আস্টে-পিস্টে জড়িয়ে রয়েছে অধিকমাত্রার সমালোচনা, সেই সাথে ট্রল। ক্রিকেটারদের পারফর্ম করতে না পারা এর অন্যতম কারন। এছাড়াও অতি আবেগে অনেকেই নিজেকে সামাল দিতে পারেন না সামগ্রিক পরিস্থিতি দেখে। সাকিবের বিজ্ঞাপন কিংবা সাব্বিরের টিকটক নিয়ে ক্রিকেট পাড়ায় কথা উঠে, দেখে শুনে শুরু করতে গিয়ে ডট বল দেওয়ায় ডট বাবা উপাধিও পেতে হয় ড্যাশিং ওপেনার তামিমকে। তবে সবার চেয়ে যেন ভিন্ন মাশরাফি, তাকে নিয়ে আলোচনা অনেকটা হলেও সমালোচনা খুব কমই হয়।
বাংলাদেশের সাবেক অধিনায়ক ও নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে কতটা ভালো তা বিচার করার অধিকার অনেকাংশে তার আসনের মানুষের। তবে ক্রিকেটার মাশরাফি, অধিনায়ক মাশরাফিকে বিচার করতে পারেন আপনিও। সেই বিচারে দিন শেষে ফলাফল যা হবে তার আরেক নাম হতেই পারে ভালোবাসা। তবুও সেই বিচার ছেড়ে দেওয়া যাক পাঠকদের হাতেই।
ক্যারিয়ারে বড় কোন ট্রফি না জেতা মাশরাফি অবশ্য জায়গা পেয়েছেন ব-দ্বীপের প্রায় সকল মানুষের মনে। ইনজুরিকে তোয়াক্কা না করে লাল-সবুজ জার্সিতে খেলার নেশা ছিল ম্যাশের। এই নেশা যেন বিস্তার করেছিল হাজারও তরুণের মনে। এই নেশায় তার প্রতি আসক্ত হয়নি এমন মানুষ খুবই কম পাওয়া যাবে।
১৯৮৩ সালের আজকের এই দিনে জন্ম হয়েছিল বাংলাদেশ ক্রিকেট দলের মানসিকতা বদলে দেওয়া কারিগরের। অর্থাৎ ম্যাশের জন্মদিন আজ। হাজারও পোস্টার-পোস্টে ভরে যাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। নট আউটটের তরফ থেকেও জানানো যাচ্ছে শুভেচ্ছা বার্তা, শুভ জন্মদিন মাশরাফি। ভালো থাকবেন...........
-নট আউট/এমআরএস