03/15/2025 বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালসদের তালিকা প্রকাশ
নট আউট ডেস্ক
৫ অক্টোবর ২০২২ ২০:২৪
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এশিয়া কাপে বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল দূর্দান্ত করেছিলেন। অনেকে আশা করেছিলেন বিশ্বকাপেও জায়গা পাবেন। তবে হতাশার বিষয় বৈশ্বিক এই আসরে নেই কোন বাংলাদেশি আম্পায়ার।
ম্যাচ রেফারি হিসেবে এই তালিকায় আছেন অ্যান্ড্রু পাইক্রফট, ক্রিস্টোফার ব্রড, ডেভিড বুন ও রঞ্জন মাদগালে। এই আসরে ভিন্ন ভিন্ন ম্যাচ পরিচালনায় দেখা যাবে মোট ১৬জন আম্পায়ারকে।
তারা হলেন আদ্রিয়ান হোল্ডস্টক, আলিম দার, এহসান রাজা, ক্রিস্টোফার ব্রাউন, ক্রিস্টোফার গ্যাফানি, জোয়েল উইলসন, কুমার ধর্মসেনা, ল্যাংটন রুজেরে, মারাইস এরাসমাস, মাইকেল গফ, নিতিন মেনন, পল রেইফেল, পল উইলসন, রিচার্ড লিংওর্থ, রিচার্ড কেতলবরোহ এবং রডনি টাকার।
আগামী ২২ অক্টোবর স্বাগতিক অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে সিডনিতে এবারের বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে। সুপার টুয়েলভে গ্রুপ-২ তে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর।
-নট আউট/এমআরএস