03/14/2025 বুমরাহর না থাকা ভারতের জন্য বড় ক্ষতির!
নট আউট ডেস্ক
৫ অক্টোবর ২০২২ ২৩:৫৮
নট আউট ডেস্কঃ এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ। এই ডানাহাতি কার্যকরী সদস্যকে দলে না পাওয়া নিশ্চিতভাবে বড় ক্ষতি বলে মনে করছেন দলটির কোচ রাহুল দ্রাবিড়।
বুমরাহর বিশ্বকাপে না খেলার ব্যাপারটি গত ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। যদিও এর আগে থেকেই জোর গুঞ্জন ছিল বুমরাহর বিশ্বকাপ না খেলতে পারার সংবাদটি। বর্তমানে তার বিকল্প খুঁজছে ভারতীয় দল।
বুমরাহ প্রসঙ্গে দ্রাবিড় বলেন, 'বুমরাহর অনুপস্থিতি আমাদের জন্য বড় রকমের ক্ষতি। সে দারুণ একজন ক্রিকেটার। তবে এমনটা হয়। এটা অন্য কারোর জন্য উঠে দাঁড়ানোর বড় সুযোগ। আমরা তাকে মিস করব, এই ব্যাপারে সন্দেহ নেই।'
দ্রাবিড় আরও বলেন, 'বুমরাহর বদলি কে হবে সেটা নিয়ে ভাবতে হবে। আমরা দেখব। ১৫ অক্টোবর পর্যন্ত আমরা সময় পাচ্ছি। শামি অবশ্যই আমাদের নজরে আছে। এই সিরিজে যদিও তার খেলার সুযোগ হয়নি। তবে সে এখন এনসিএ'তে। ১৪-১৫ দিন করোনার পর তার শারীরিক অবস্থা কি সেটাও আমাদের দেখতে হবে।'
-নট আউট/এমআরএস