03/15/2025 ৪ বছরের জন্য নিষিদ্ধ জন ক্যাম্পবেল!
নট আউট ডেস্ক
৯ অক্টোবর ২০২২ ০৪:০৪
নট আউট ডেস্কঃ উইন্ডিজের ওপেনার ব্যাটার জন ক্যাম্পবেলকে ৪ বছরের জন্য নিষিদ্ধ করেছে জ্যামাইকান অ্যান্টি ডোপিং কমিশন (জেএডিসিও)। গেল এপ্রিলে ডোপিং টেস্টের জন্য রক্ত দিতে অস্বীকৃতি জানিয়েছিল এই ব্যাটার।
রক্ত দিতে অস্বীকৃতি জানানোর ঘটনায় একটি তিন সদস্যের স্বাধীন প্যানেল গঠন করা হয়। শুক্রবার এই প্যানেল ১৮ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করে। সেখানে তারা উল্লেখ করে ক্যাম্পবেল ডোপিং পরীক্ষার জন্য রক্ত দিতে অস্বীকৃতি জানান। যা অ্যান্টি ডোপিং আইনের লঙ্ঘন।
ক্যাম্পবেলের নিষেধাজ্ঞা মূলত বিবেচনা করা হবে চলতি বছরের মে মাস থেকে। অর্থাৎ এই নিষেধাজ্ঞার অধীনে আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত কোনো ধরনের খেলাধুলার জন্য বিবেচিত হবেন না । অবশ্য এ শাস্তির সিদ্ধান্ত হয় চলতি বছরের অক্টোবর মাসে ।
জন ক্যাম্পবেল ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে ২০টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । জ্যাডকোর অ্যান্টি ডোপিং নিয়মের ২.৩ অনুচ্ছেদের নিয়ম ভঙ্গ করেছেন ক্যাম্পবেল। নিয়ম না মানার ব্যাপারে স্বপক্ষে কোনো যুক্তি দিতে না পারায় তাকে নিষিদ্ধ করেছে জ্যাডকো।
-নট আউট/এমআরএস