03/13/2025 একই সুতোয় গাঁথা বাংলাদেশ ও ডট বল!
নট আউট ডেস্ক
১০ অক্টোবর ২০২২ ০৫:১৩
নট আউট ডেস্কঃ ৫২, ৫০, ৫১, ৩৫ ও ৪২। সংখ্যা গুলো দেখে ভিন্ন কিছু ভাবার আপাতত প্রয়োজন নেই। মূলত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের শেষ পাঁচ ম্যাচের রান শূন্য বলের সংখ্যার যোগফল ২৩০। শেষ ১৫ ম্যাচের প্রতিটিতেই টাইগার ব্যাটাররা গড়ে ডট বল খেলেছে প্রায় ৫০টি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের আগে ত্রিদেশীয় সিরিজে ইতিমধ্যে বাংলাদেশ ম্যাচ খেলেছে দুইটি। দুই ম্যাচেই হার পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ডট বলের সংখ্যা ছিল ৫২ টি, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে কাটায় কাটায় সংখ্যাটি ৫০।
সবশেষ সিরিজে আমিরাতের বিপক্ষেও প্রথম ম্যাচে সবাই মিলে ডট খেলেছে ৫১টি বল। শক্তিমত্তায় অকাশা-পাতাল পার্থক্যের পরেও এমন দুরবস্থা মেনে নেওয়া সমর্থকদের জন্য নিশ্চয়ই কষ্টদায়ক।
ক্রিকেটের এই সংস্করণে ডট বল খেলা অপরাধ বলে মন্তব্য করেছিলেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। তবে ইমপ্যাক্টের বাংলাদেশের বেলায় তা অপরাধ তো নয় বরং পরম বন্ধুই।
টি-টোয়েন্টি মানেই ধুমধাড়াক্কা চার-ছক্কার খেলা হলেও ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখে সিঙ্গেলস-ডাবলস। চার-ছক্কাতে রানের চাকা সচল রাখতে যেমন মলিন টাইগার ব্যাটাররা, তেমনি দৌঁড়ে রান নিতেও। ব্যাটারদের স্ট্রাইক রদল-বদল ব্যর্থতা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে পরাজয়ের সংখ্যাও। পরিকল্পনার কথা মুখে সৌন্দর্যমন্ডিত হলেও মাঠের খেলায় শতভাগ হতাশা।
-নট আউট/এমআরএস