03/13/2025 স্ত্রীর পাশে ব্রড, খেলবেন না পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ
নট আউট ডেস্ক
১০ অক্টোবর ২০২২ ০৫:৩৬
নট আউট ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। সফল টি-টোয়েন্টি সিরিজের পর আগামী নভেম্বরে টেস্ট সিরিজ খেলবে দুই দল। তবে এই ঐতিহাসিক সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড। মূলত নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে এসছে এমন এক তথ্য।
ব্রড ও তার বান্ধবী মলি কিংয়ের ঘর আলো করে আসছে সন্তান। তাই ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না বলে নির্বাচকদের জানিয়ে দেন এই ইংলিশ ফাস্ট বোলার।
২০০৫ সালে পাকিস্তানের বিপক্ষে খেলা সবশেষ টেস্টে ২-০ তে হারিয়েছিল ইংল্যান্ড। এই সেপ্টেম্বরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-৩ এ জিতেছে তারা।
-নট আউট/এমআরএস