03/16/2025 সোমবার থেকে শুরু বিশ্বকাপের ওয়ার্ম-আপ ম্যাচ
নট আউট ডেস্ক
১০ অক্টোবর ২০২২ ০৫:৫১
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠতে বাকি এখনো প্রায় সপ্তাহ খানেক। এর মধ্যেই বাজতে শুরু করেছে বিশ্বকাপের দামামা। মূল লড়াইয়ে নামার আগে, অষ্টম আসরে অংশ গ্রহণ করতে যাওয়া দলগুলো সুযোগ পাচ্ছে দুটি করে ওয়ার্ম-আপ ম্যাচ খেলার। আর সেটা শুরু হচ্ছে আগামীকাল (১০ অক্টোবর) থেকেই।
ওয়ার্ম-আপ ম্যাচের প্রথম দিনেই মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, তাঁদের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। এছাড়া আগামীকাল থাকছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের ম্যাচ। প্রথম দিনে লড়াইয়ে নামার কথা ছিল আরেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কারও। তবে জিম্বাবুয়ের বিশ্বকাপ ভ্রমণ সূচিতে পরিবর্তন হওয়ায়, ম্যাচটি পিছিয়েছে একদিন। অর্থাৎ আগামী ১১ অক্টোবর ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে এই দুদল।
আগামী ১৩ অক্টোবর পর্যন্ত চলবে প্রথম রাউন্ডে অংশ নিতে যাওয়া দলগুলোর প্রস্তুতি ম্যাচ। প্রত্যেকেই খেলবে দুটি করে ম্যাচ৷ অন্যদিকে সরাসরি সুপার টুয়েলভে খেলা বাকি আটটি দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হবে আগামী ১৭ অক্টোবর থেকে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড বাদে, বাকি সবগুলো দলই খেলবে দুটি করে ওয়ার্ম-আপ ম্যাচ। সাকিবের বাংলাদেশ দল আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রস্তুতি সেরে নিবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম-ম্যাচের সূচি :
১০ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-সংযুক্ত আরব আমিরাত।
১০ অক্টোবর : স্কটল্যান্ড-নেদারল্যান্ডস।
১১ অক্টোবর : শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে।
১১ অক্টোবর : নামিবিয়া-আয়ারল্যান্ড।
১২ অক্টোবর : ওয়েস্ট ইন্ডিজ-নেদারল্যান্ডস
১৩ অক্টোবর : জিম্বাবুয়ে-নামিবিয়া।
১৩ অক্টোবর : শ্রীলঙ্কা-আয়ারল্যান্ড।
১৩ অক্টোবর : স্কটল্যান্ড-সংযুক্ত আরব আমিরাত
১৭ অক্টোবর : অস্ট্রেলিয়া-ভারত।
১৭ অক্টোবর : নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।
১৭ অক্টোবর : ইংল্যান্ড-পাকিস্তান।
১৭ অক্টোবর : আফগানিস্তান-বাংলাদেশ।
১৯ অক্টোবর : আফগানিস্তান-পাকিস্তান।
১৯ অক্টেবার : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
১৯ অক্টোবর : নিউজিল্যান্ড-ভারত।
-নট আউট/টিএ