03/14/2025 আমাদের হাতে অপশন কম : সাকিব
নট আউট ডেস্ক
১৩ অক্টোবর ২০২২ ০০:২৮
নট আউট ডেস্কঃ টানা তিন হারে ত্রিদেশীয় সিরিজে ফাইনাল খেলা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। পাকিস্তানের বিপক্ষে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দলটি হেরেছে টানা দুইবার। আগামীকাল নিয়ম রক্ষার ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে সাকিব বাহিনী।
দীর্ঘ সময় ধরে প্রাপ্তির জয় নেই দলটির। জয়ের জন্য আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব বলেন, ‘আমাদের সর্বশেষ তিন ম্যাচেই আমরা কয়েক ওভার পর পর উইকেট হারিয়েছি। ফলে কোনো মোমেন্টাম পায়নি। ইনিংস মেরামত করতে বাধ্য হয়েছে আমাদের ব্যাটাররা। কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে। ’
বিশ্বকাপের জন্য ব্যাটিং অর্ডার নির্ধারণ করা সম্পর্কে সাকিব বলেন, ‘এটা সত্য যে, আমাদের হাতে অপশন কম। আমরা জানি বিশ্বকাপে দল কেমন হবে। সবাইকে অন্তত একটি করে ম্যাচে সুযোগ দিয়েছি যাতে আমরা বুঝতে পারি যে বিশ্বকাপে দলের কম্বিনেশন কেমন হবে। ’
আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচেও জয়ের লক্ষ্য থাকবে বাংলাদেশ অধিনায়কের, ‘আমরা জেতার জন্যই এখানে আসব। যদি জিতি তাহলে বিশ্বকাপের আগে মোমেন্টাম পাবো। তাই আগামীকালের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ’
-নট আউট/এমআরএস