03/16/2025 প্রোটিয়াদের বিশ্বকাপ দলে জানসেন
নট আউট ডেস্ক
১৩ অক্টোবর ২০২২ ০১:৫১
নট আউট ডেস্কঃ ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে ছিটকে গেছেন তারকা প্রোটিয়া অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। এবার তাঁত পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ১৫ সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি পেস অলরাউন্ডার মার্কো জানসেন। এর আগে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল মার্কো জানসেনের। অন্যদিকে রিজার্ভ দলে যোগ করা হয়েছে পেসার লিজাড উইলিয়ামসকে।
এর আগে গত সপ্তাহে ভারতের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন বৃদ্ধাঙ্গুলে চোট পান প্রিটোরিয়াস। যার কারণে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ ত বটেই, এই তারকা ক্রিকেটার ছিটকে যান প্রোটিয়াদের বিশ্বকাপ দল থেকেই। প্রিটোরিয়াসের সর্বনাশ তাই পৌষ মাস হয়ে এসেছে জানসেনের জন্য৷
উল্লেখ্য, চলতি বছরের জুনে প্রোটিয়াদের ভারত সফরে টি-টোয়েন্টি অভিষেক হয়েছিল মার্কো জানসেনের। তবে এবারের ভারত সফরে টি-টোয়েন্টি দলে না থাকলেও ছিলেন ওয়ানডে স্কোয়াডে। এবার প্রোটিরিয়াসের চোটে কপাল খুলেছে এই পেস বোলিং অলরাউন্ডারের।
-নট আউট/টিএ