03/16/2025 অধরাই থাকলো জয়ের স্বস্তি
স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২২ ২১:৪৩
স্পেশাল করেসপন্ডেন্ট: টানা চার হারে 'বাংলাওয়াশ' ত্রিদেশীয় সিরিজ শেষ করেছে বাংলাদেশ দল। একই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতিও হারের মিছিলে শেষ হলো। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে বৃহস্পতিবার ব্যাটসম্যানরা জেগে উঠেছিলেন। কিন্তু বোলাররা তাল মেলাতে পারেননি। আজ পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার টস জিতে লিটন দাস ও অধিনায়ক সাকিব আল হাসানের জোড়া হাফ সেঞ্চুরিতে ৬ উইকেটে ১৭৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ১৯.৫ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান তুলে জয় পায় পাকিস্তান।
রান তাড়া করতে নেমে বাবর-রিজওয়ানের ১০১ রানের ওপেনিং জুটিতে দারুণ শুরু পায় পাকিস্তান। ১২তম ওভারে এসে জুটি ভাঙেন হাসান মাহমুদ। স্লোয়ার বাউন্সারে ক্যাচ দেন বাবর। ৪০ বলে ৫৫ রান করেন পাকিস্তানের অধিনায়ক। ওভারে পঞ্চম বলে দুর্দান্ত ইয়র্কারে হায়দার আলীকে বোল্ড করেন হাসান মাহমুদ।
শরীফুলের বলে রিজওয়ানকে জীবন দিয়েছিলেন সাইফউদ্দিন। ১১তম ওভারে ৩০ রানে থাকা রিজওয়ানের ক্যাচ ছাড়েন তিনি। পরে নেওয়াজ এসে পাকিস্তানকে চাপমুক্ত করেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান-বলের দূরত্ব কমিয়ে আনেন নেওয়াজ।
১৯তম ওভারে পাকিস্তানকে ধাক্কা দেন সৌম্য। পঞ্চম বলে রিজওয়ানকে আউট করেন তিনি। ৫৬ বলে ৬৯ রান করেন রিজওয়ান।
শেষ ওভারে দরকার ছিল ৮ রান। ৫ বলে ১১ রান তুলে জয় নিশ্চিত করেন নেওয়াজ।২০ বলে ৪৫ রান করে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের হাসান ২টি, সৌম্য ১টি উইকেট পান।
এর আগে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের দুই ওপেনার সৌম্য ও শান্ত বিদায় নেন ৪১ রানের মধ্যে। সৌম্য ৪, শান্ত ১২ রান করেন। তারপর তৃতীয় উইকেটে লিটন ও সাকিবের ৮৮ রানের জুটিতে বড় রানের ভিত পায় বাংলাদেশ।
লিটন তুলে নেন সপ্তম হাফ সেঞ্চুরি। ইনিংসের ১৫তম ওভারে নেওয়াজের বলে ক্যাচ দেন লিটন। ৪২ বলে ৬৯ রানের (৬ চার, ২ ছয়) ইনিংস খেলেন তিনি। সঙ্গীর বিদায়ের পর সাকিবও ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ১২তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। ইনিংস শেষের আগের ওভারে সাকিবও বাউন্ডারিতে ধরা পড়েন। ৪২ বলে ৬৮ রান (৭ চার, ৩ ছয়) করেন বাংলাদেশের অধিনায়ক।
কিন্তু শেষ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। আফিফ ১১, সোহান অপরাজিত ২, সাইফউদ্দিন অপরাজিত ১ রান করেন। পাকিস্তানের নাসিম শাহ, ওয়াসিম ২টি করে উইকেট নেন।
-নট আউট/এমজেএ/টিএ