03/14/2025 সৌরভ গাঙ্গুলীর উত্তরসূরী হচ্ছেন রজার বিনি
নট আউট ডেস্ক
১৩ অক্টোবর ২০২২ ২২:২৪
নট আউট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট ইতিহাসে অতীতে টানা দুইবার কেউ বিসিসিআই সভাপতি ছিলেন না। বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলীর পর কার কাঁধে যাবে দায়িত্ব এ নিয়ে চলছে অভ্যন্তরীণ আলোচনা। এদিকে ভারতীয় সাবেক হেড কোচ রবি শাস্ত্রীর মতে নতুন সভাপতি হচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার রজার বিনি।
শাস্ত্রী বলেছেন, “সংবাদমাধ্যম থেকেই জানলাম, অতীতে টানা দু’বার কেউই সভাপতি ছিল না। তাই নতুন একজন প্রাক্তন ক্রিকেটার সুযোগ পেতে চলেছে। জীবনে কোনও কিছুই স্থায়ী নয়। তাই অনেক সময় সরে দাঁড়াতেও হয়। এখন আমি কোনও কাজ করছি মানে তিন বছর পরেও সেটা করে যাব, এমন কোনও কথা নেই। নতুন মানুষ আসবে, দায়িত্ব নেবে, এটাই তো স্বাভাবিক।
রজার প্রসঙ্গে শাস্ত্রী বলেন, “রজারের নাম উঠে আসায় আমি খুব খুশি। বিশ্বকাপে আমার সতীর্থ ছিল। কর্ণাটক ক্রিকেট সংস্থার সভাপতি থেকে এখন বোর্ড সভাপতি হতে চলেছে। তাই প্রশাসক হিসাবে ওর ধারাবাহিকতাও রয়েছে। বিসিসিআইয়ের ইতিহাসে প্রথম বার এক জন বিশ্বকাপজয়ী সভাপতি হতে চলেছে, এটা ভেবেই আমি খুশি।
-নট আউট/এমআরএস