03/15/2025 বিশ্বকাপে বিশেষ কিছু করবে ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বাস স্যামির
নট আউট ডেস্ক
১৫ অক্টোবর ২০২২ ০২:৪৭
নট আউট ডেস্কঃ বিশ্বকাপের আগে খুব একটা ভালো ছন্দে রয়েছে উইন্ডিজ এমনটি বলার সুযোগ আপাতত নেই। তবে অস্ট্রেলিয়ায় দলটি বিশেষ কিছু করবে বলেই বিশ্বাস সাবেক অধিনায়ক ড্যারেন সামি।
স্যামি বলেন, 'আমি কখনই ওয়েস্ট ইন্ডিজকে হিসেবের বাইরে রাখব না। সঙ্গে আমার একটা মজার অনুভূতিও হচ্ছে, অস্ট্রেলিয়াতে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।'
দলের খুব বেশি অভিজ্ঞ খেলোয়াড় না থাকলেও যারা আছে তাদের প্রতি দৃঢ় বিশ্বাস রাখছেন স্যামি। নিজেদের দিনে যেকোনো দলের বিপক্ষেই জেতার সামর্থ্য রাখে ওয়েস্ট ইন্ডিজ।
স্যামি বলেন, 'বরাবরের মতো দলে ভালো মানের ব্যাটার আছে। কাইল মেয়ার্স দারুণ এক প্রতিভা এবং দুর্দান্ত সব শট খেলে। আর আমরা জানি, নিকোলাস একজন ম্যাচ উইনার। এবার ভালো ব্যাপারটা হলো, আমাদের হাতে এমন বোলার আছে যারা উইকেট নিতে পারে। প্রতিপক্ষের উইকেট নেওয়ার উপায়টাই গতবার আমাদের জানা ছিল না। এবার আমরা তা জানি।'
-নট আউট/এমআরএস