03/13/2025 বিশ্বকাপে বুমরাহর বদলি শামি
নট আউট ডেস্ক
১৫ অক্টোবর ২০২২ ০৪:২৮
নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ শামি। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
মোহাম্মদ শামির অভিজ্ঞতার উপর ভরসা রেখেছে বোর্ড। কেননা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তার খেলা হয়নি কোন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছেন এই পেস বোলার। সামি ছাড়াও অস্ট্রেলিয়ায় যাচ্ছেন স্ট্যান্ড বাই হিসেবে থাকা মোহাম্মদ সিরাজ এবং দীপক চাহার চোটে পড়ায় তাঁর জায়গায় যাচ্ছেন শার্দূল ঠাকুর।
চোটের কারণে এশিয়া কাপেও খেলা হয়নি বুমরাহর। চোট কাটিয়ে অস্ট্রেলিয়া সিরিজে ফিরলেও দুই ম্যাচ বাদে আবারো চোট পান তিনি। এরপরেই ঘোষণা আসে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ তাঁর। ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে ভারতের।
-নট আউট/এমআরএস