03/16/2025 ডিসেম্বরের শুরুতেই বাংলাদেশ সফরে আসছে ভারত
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২২ ২০:৫৪
স্পেশাল করেসপন্ডেন্টঃ ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ এখন যে কোনো দেশের কাছেই খুব গুরুত্বপূর্ণ এবং প্রার্থিত। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড বিসিসিআইয়ের দলটাকে আতিথ্য দিতে চায় সব দেশ। সাত বছর পর আগামী ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসছে।
বিসিবির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগামী ১ ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারতীয় দল। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল তারা। তখন তিন ওয়ানডের সঙ্গে একটি টেস্ট খেলেছিল দলটি।
এবার বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারত। সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে, পরে টেস্ট।
খসড়া সূচি অনুযায়ী আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর মাঠে গড়াবে তিন ওয়ানডে। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। একই ভেন্যুতে ১৪-১৮ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ২২-২৬ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুরে।
গুঞ্জন আছে আইসিসি ওডিআই সুপার লিগে অংশ নয় বলে ওয়ানডে সিরিজে খেলবেন না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। শেখর ধাওয়ানের নেতৃত্বে ওয়ানডে দল খেলবে বাংলাদেশের বিপক্ষে।
দুই ম্যাচের টেস্ট সিরিজটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সেখানে ভারতের পূর্ণ শক্তির দলই টাইগারদের বিরুদ্ধে মাঠে নামবে।
এছাড়া জাতীয় দলের সঙ্গে ভারতের ‘এ’ দলও একই সময়ে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারতীয় ‘এ’ দল।
-নট আউট/এমজেএ/টিএ