03/13/2025 আফ্রিদি-ফখরের দেখাশোনায় আলাদা ফিজিও নিয়োগ পাকিস্তানের
নট আউট ডেস্ক
১৬ অক্টোবর ২০২২ ১৮:৫৮
নট আউট ডেস্কঃ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল পাকিস্তান। গত এশিয়া কাপের শিরোপা জিততে না পারলেও দলটি দারুণ ছন্দে আছে। তাদের প্রধান শক্তি দুই ওপেনার বাবর-রিজওয়ান এবং পেস তারকা শাহিন শাহ আফ্রিদি। এদের মধ্যে শাহিন আফ্রিদি সদ্য চোট থেকে সেরে উঠেছেন।
আরেক গুরুত্বপূর্ণ টপ অর্ডার ব্যাটার ফখর জামানও চোটমুক্ত হয়ে বিশ্বকাপে খেলবেন। এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের জন্য আলাদা ফিজিও নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
গত জুলাইয়ে পিঠের চোটে পড়েছিলেন শাহিন আফ্রিদি। এ কারণে তিনি এশিয়া কাপে খেলতে পারেননি। এরপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের সিরিজ এবং নিউজিল্যান্ডের মাটিতে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজ মিস করছেন আফ্রিদি। অন্যদিকে ফখর জামানও পিঠের চোটে ভুগছেন। এশিয়া কাপে চোট পাওয়ার পর তিনিও এই তিনটি সিরিজ মিস করেছেন। সদ্য চোটমুক্ত হওয়ায় বিশ্বকাপে তাদের নিয়ে কিছুটা ঝুঁকি থাকছে। তাই পিসিবির এমন উদ্যোগ।
আজ ব্রিজবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দিয়েছেন আফ্রিদি ও ফখর। লন্ডনে পুনর্বাসন চলাকালীন এই দুই ক্রিকেটারকে দেখভাল করেছেন ফিজিও জাভেদ আখতার মুঘল। পিসিবির একটি সূত্র জানিয়েছে, বিশ্বকাপেও জাভেদ আখতারই তাদের দুজনকে দেখাশোনা করবেন। সূত্রটি বলেছে, 'শাহিন ও ফখরের পুনর্বাসন প্রক্রিয়ার দেখাশোনা করেছেন জাভেদ মুঘল। তিনি তাদের চোট সম্পর্কে পুরোপুরি ধারণা রাখেন। তাই পুরো টুর্নামেন্টে ফখর ও শাহিনের দিকে নজর রাখবেন জাভেদ মুঘল। '
-নট আউট/এমআরএস