03/14/2025 শামিকে নিয়ে ইতিবাচক রোহিত
নট আউট ডেস্ক
১৭ অক্টোবর ২০২২ ০৩:৫২
নট আউট ডেস্কঃ এশিয়া কাপে টিম ইন্ডিয়ার খারাপ ফলাফলের পর অনেকে চেয়েছিল যেন বিশ্বকাপ স্কোয়াডে মোহাম্মদ শামিকে রাখা হয়। শুরুতে তা না হলেও বুমরাহর ইনজুরিতে শেষ পর্যন্ত তা হয়েছে। বিশ্বকাপ মূল দলে সুযোগ পেয়েছেন শামি। দলটির অধিনায়ক অনেকটা ইতিবাচক এই ফাস্ট বোলারকে নিয়ে।
শামি প্রসঙ্গে রোহিত বলেন, ‘আমরা এখন ব্রিসবনে আছি। আগামীকাল আমাদের প্রস্তুতি পর্ব আছে। শামিও দলের সঙ্গে অনুশীলন করবে, শামি সম্পর্কে আমরা এখন পর্যন্ত যা শুনেছি, তা ইতিবাচক। তার ৩-৪টি বোলিং সেশন ভালো হয়েছে।’
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সংস্করণে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেননি শামি। অবশ্য রিজার্ভ বেঞ্চের বাকিদের তুলনায় অস্ট্রেলিয় কন্ডিশনে অনেকটা এগিয়ে রয়েছেন এই ডানহাতি ফাস্ট বোলার।
বুমরাহর দলে না থাকা বড় ধরনের ক্ষতি হলেও ভবিষ্যতের চিন্তায় বুমরাহর ইনজুরিতে গুরুত্ব দিচ্ছে ভারত। রোহিতের ভাষ্যতে , ‘আমরা ঝুঁকি নিতে চাই না। বেশ কয়েকজন বিশেষজ্ঞ একই কথা বলেছেন। তার সামনে ক্রিকেট খেলার অনেক সময় অছে। সে ভারতের হয়ে খেলবে এবং ম্যাচ জয়ে ভূমিকাও রাখবে। নিঃসন্দেহে রোমঞ্চকর এ আসরে আমরা তাকে মিস করবো।’
-নট আউট/এমআরএস