03/13/2025 আইরিশদের উড়িয়ে দুর্দান্ত শুরু জিম্বাবুয়ের
নট আউট ডেস্ক
১৮ অক্টোবর ২০২২ ০৫:১০
নট আউট ডেস্কঃ দীর্ঘ প্রায় ছয় বছর পর বিশ্ব মঞ্চে নেমেই দাপুটে ক্রিকেট উপহার দিয়েছে জিম্বাবুইয়ানরা। প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’-এ নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩১ রানের দুর্দান্ত জয় পেয়েছে জিম্বাবুয়ে। হোবার্টে এদিন টস হেরে ব্যাট করতে নেমে, সিকান্দার রাজার ঝড়ো ৮২ রানে ভর করে ১৭৪ রানের পাহাড় গড়ে জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ের বোলারদের দাপটে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।
টসে জিতে এদিন জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় আইরিশরা। ব্যাট করতে নামা জিম্বাবুয়ের এদিন অবশ্য টপ অর্ডার নেমেছিল ধস। ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে ফিরেন ওপেনার রেজিস চাকাভা। ক্রেগ আরভিনের ইনিংসও হয়নি লম্বা ফিরেন ব্যক্তিগত ৯ রান করে। থিতু হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন ওয়েসলি মাধভেরে (২২) কিংবা শন উইলিয়ামসরা (১২)।
বাকিদের এমন আসা যাওয়ার মিছিলে অন্যপ্রান্তে ঝড় তোলেন সিকান্দার রাজা। তুলেন নেন ঝড়ো হাফ সেঞ্চুরি। পঞ্চম উইকেটে মিল্টন শুম্বাকে নিয়ে গড়েন ৫৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের স্বপ্ন দেখে জিম্বাবুয়ে। ১৬ রান করা শুম্বার বিদায়ের পর, বার্ল ফিরেন ১ রান করে৷ শেষ দিকে লুক জঙ্গেকে নিয়ে জিম্বাবুয়েকে রান পাহাড়ে তোলার কাজটা করেন রাজা।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে ৫টি করে চার ও ছক্কায় ৪৮ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে রাজা আউট হয়েছেন ইনিংসের শেষ বলে। আইরিশদের অক্ষে জসুয়া লিটল ৩ উইকেট শিকার করেন। এছাড়াও সিমি সিং নেন ২ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জিম্বাবুয়ে পেসারদের তোপের মুখে পড়ে আইরিশরা। বোর্ডে মাত্র ২২ রান না তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে তাঁরা। কার্যত তখনই শেষ হয়ে যায় আইরিশদের ম্যাচে ফেরার চেষ্টা। এরপর মিডল অর্ডারে খানিকটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতেই হারায় উইকেট। দলীয় একশ পার করতেই ৯ উইকেট হারায় তাঁরা। দশম উইকেট জুটিতে জসুয়া লিটল এবং অ্যান্ডি ম্যাকার্থির অবিচ্ছিন্ন ৩২ রানের জুটিতে হারের ব্যবধানটাই কমায় আয়ারল্যান্ড।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে আয়ারল্যান্ড থামে ১৪৩ রানে । ম্যাকার্থি অপরাজিত থাকেন ২২ রান করে। এছাড়া দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন কার্টিস ক্যাম্পার। ডকরেল ও ডিলেনি করেন ২৪ রান করে।জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি নেন ৩ উইকেট। এছাড়া রিচার্ড এনগারাভা ও টেন্ডাই চাতারা ২টি করে উইকেট নেন।
-নট আউট/টিএ