03/16/2025 বিশ্বের সেরাদের সঙ্গে সমানতালে লড়তে চান রাজা
নট আউট ডেস্ক
১৮ অক্টোবর ২০২২ ১৯:১৫
নট আউট ডেস্কঃ দীর্ঘ ৬ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পেয়েছে জিম্বাবুয়ে। এই খুশিতে দলটির আত্মহারা হওয়ার কথা থাকলেও বড় লক্ষ্যের কারনে আপাতত সেটি নেই। গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে ৪৮ বলে ৮২ রানের ইনিংস ও বলহাতে ১ উইকেট নেওয়ার পর এমনটিই জানিয়েছেন সিকান্দার রাজা। এছাড়াও বলেছেন নিজের ভাবনার কথা।
রাজা বলেন, ‘সত্যি বলতে (সাফল্যের পেছনে) কোনো রহস্য নেই। তবে একটা কথা বলতে পারি, আমি সাফল্য বা ব্যর্থতার পর আবেগকে ভালোভাবে নিয়ন্ত্রণ করার এবং বিশ্বের সেরাদের সঙ্গে সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করি। যাতে জিম্বাবুয়ের পতাকাকে সেরার কাতারে রাখতে পারি। ’
তিনি আরো বলেন, ‘আমরা একটা বিষয় পরিষ্কার করতে চেয়েছি, বিশ্বকাপের টিকিট পেয়ে আমরা অনেক খুশি হয়েছিলাম, একই সঙ্গে আমরা এটাও জানি যে এখানেই দায়িত্ব শেষ নয়। আমরা কেবল জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করে খুশি থাকতে এখানে আসিনি। আমাদের লক্ষ্য সুপার টুয়েলভে যাওয়া এবং সেখানে বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে চাই, এরপর দেখব কত দূর যেতে পারি। ’
জিম্বাবুয়ে শেষ পর্যন্ত কতদূর যেতে পারবে তা সময়ে বলবে। তবে টিম হিসেবে দারুণ করছে দলটি। বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জযের পর অস্ট্রেলিয়াকেও হারিয়েছে পরের মাটিতে। এবার দেখা পালা বিশ্বকাপে তাদের বাজিমাত।
-নট আউট/এমআরএস