03/14/2025 পরিস্থিতি অনুযায়ী শট বাছাই করতে হবে- বাবরকে গাভাস্কার
নট আউট ডেস্ক
১৮ অক্টোবর ২০২২ ২০:০৯
নট আউট ডেস্কঃ আগামী ২৩ অক্টোবর অস্ট্রেলিয়ায় বসতে যাচ্ছে ক্রিকেটের এল ক্লাসিকো। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। বর্তমানে প্রস্তুতি ম্যাচ খেলতে দুই দলই রয়েছে ব্রিসবেনে। যেখানে রয়েছেন টেস্ট ক্রিকেটের গ্রেট সুনীল গাভাস্কারও। যিনি পাকিস্তান অধিনায়ককে দিয়েছেন বিশেষ পরামর্শ।
গাভাস্কার বাবরকে বলেন, শট সিলেকশনটা দেখে শুনে করতে হবে। তা হলেই কোনো সমস্যা নেই। পরিস্থিতি অনুযায়ী শট বাছাই করতে হবে। সঠিক মানসিকতা এবং পরিস্থিতি অনুযায়ী শট নির্বাচন করা হয়, তা হলে কোনো সমস্যা নেই।
দিন দুয়েক আগে জন্মদিন গেছে বাবরের। দেরীতে হলেও গাভাস্কার পুরস্কার দিয়েছেন তাকে। বাবরের হাতে অটোগ্রাফ দেয়া টুপিও তুলে দিয়েছেন তিনি।
বাবর ছাড়াও দলের অন্যান্য ক্রিকেটারদের পরামর্শ দিতে দেখা যায় এক ভিডিও বার্তায়। যেখানে ক্রিকেটার ছাড়াও উপস্থিত ছিলেন, মোহাম্মদ ইউসুফ, সাকলাইন মুশতাক।
-নট আউট/এমআরএস