03/13/2025 সহজ ম্যাচটাই কঠিন করে জিতল নেদারল্যান্ডস
নট আউট ডেস্ক
১৮ অক্টোবর ২০২২ ২৩:২৯
নট আউট ডেস্কঃ আগের ম্যাচেই আরব আমিরাতকে ১১১ রানে আটকে দিয়েও, জয় পেতে রীতিমতো হারের মুখে পড়তে হয়েছিল নেদারল্যান্ডসকে। নিজেদের দ্বিতীয় ম্যাচেও নামিবিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেরই যেন পুনরাবৃত্তি করল ডাচরা। এদিন নামিবিয়াকে ১২১ রানে আটকে দিয়ে দুর্দান্ত শুরুর পরও, নেদারল্যান্ডসের জয়টা এসেছে ইনিংসের শেষ ওভারে গিয়ে৷ শেষ পর্যন্ত ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে টানা দ্বিতীয় জয়ে সুপার টুয়েলভে এক পা দিয়েই রাখল ডাচরা। অন্যদিকে লঙ্কানদের হারিয়ে চমক জাগানো নামিবিয়া হারলেও টিকে থাকল সুপার টুয়েলভের লড়াইয়ে।
দ্য ঈগলসদের দেয়া মাত্র ১২২ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনারের ব্যাটে সহজ জয়ের পথেই এগোচ্ছিল ডাচরা। দ্রুত রান তুলে পাওয়ার প্লে'র মধ্যে বিক্রমজিৎ সিং ও ম্যাক্স ও'ডাউদ মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। জয়টা তখন কেবল সময়ের ব্যাপার ছিল মাত্র৷ দলীয় ৫৯ রানের মাথায় ৩০ বলে ৩৯ রানে বিক্রমজিৎ ফিরলে ভাঙে এই জুটি৷
দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাক্স ও'ডাউদ ও ডি লিডের ব্যাটে জয়ের পথেই থাকে নেদারল্যান্ডস। তবে দলীয় ৯২ রানের মাথায় ও'ডাউদ রান আউটে কাটা পড়লে ভাঙে এই জুটি। ফেরার আগে ৩৫ বলে ৩৫ রান করেন তিনি। এরপরেই জ্বলে উঠে নামিবিয়ার বোলাররা। ডাচদের সংগ্রহ একশ পার করতেই ৭ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে তাঁরা। হারের শঙ্কায় পড়া ডাচদের শেষ পর্যন্ত উদ্ধার করেন ডি লিডে। শেষ পর্যন্ত ৩ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তারা৷
বল হাতে দাপট দেখনোর পর, ব্যাটিংয়ে ৩০ রানে অপরাজিত থেকে নেদারল্যান্ডসের জয়ের নায়ক বনে যান ডি লিডে৷ ডাচদের এই জয়ে সুপার টুয়েলভের উঠার সমীকরণটা অনেকটাই কঠিন হয়ে পড়লো শ্রীলঙ্কার জন্য।
এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ গড়ে নামিবিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন ফ্রাইলিঙ্ক। এছাড়া ওপেনার মাইকেল করেন ২০ রান। ব্রাডের ব্যাট থেকে আসে ১৯ দান, অধিনায়ক এরাসমাস করেন ১৬ রান। নেদারল্যান্ডসের পক্ষে দুটি উইকেট নেন ডি লিডে।
-নট আউট/টিএ