03/14/2025 বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে তিন দলে চার পরিবর্তন
নট আউট ডেস্ক
২০ অক্টোবর ২০২২ ২০:০৪
নট আউট ডেস্কঃ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে ইনজুরিতে পড়েছে বেশ কয়েকজন খেলোয়াড়। যাদের বদলি নেওয়ার অনুমতি দিয়েছে আইসিসি ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
আইসিসির অনুমোদনে বিশ্বকাপের মূলপর্ব শুরু হওয়ার আগ মুহূর্তে তিনটি দল চারজন খেলোয়াড় দলে নিয়েছে।
ইনজুরিতে পড়া শ্রীলঙ্কার দুষ্মান্থে চামিরার পরিবর্তে দলে নেওয়া হয়েছে কাসুন রাজিথাকে। খুব দ্রুত দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এছাড়া হ্যামস্ট্রিং-এর ইনজুরিতে পড়া দানুস্কা গুনাথিলাকার পরিবর্তে আশেন বান্দারাকে দলে নেওয়া হয়েছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত বাম পায়ের ইনজুরিতে পড়া জাওয়ার ফরিদের পরিবর্তে দলে নিয়েছে ফাহাদ নাওয়াজকে। আর ইংল্যান্ড দলের রিস টপল হাঁটুর ইনজুরিতে পড়ায় তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে টাইমাল মিলসকে। মিলস অবশ্য ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন।
-নট আউট/এমআরএস