03/15/2025 গলফ খেলতে গিয়ে ছিটকে গেলেন বিশ্বকাপ দল থেকে!
নট আউট ডেস্ক
২০ অক্টোবর ২০২২ ২০:২৫
নট আউট ডেস্কঃ বিশ্বকাপ দল ঘোষণার পর জনি বেয়ারস্টোর ইনজুরিতে সবচেয়ে বড় ধাক্কা পেয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল। যার নেপথ্যে ছিল গলফ। এবার সেই গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটার জস ইংলিস।
বিশ্বকাপের প্রথমদিন নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। এর আগে ক্রিকেটারদের মানসিকভাবে সতেজ রাখতে বুধবারে রাখা হয়নি কোন অনুশীলন। সেই সুযোগে গলফ ক্লাবে গিয়েছিলেন ইংলিস। সেসময় একটি শট দিতে গিয়ে তার ডান হাত কেটে যায়।
এরপর বুধবার বিকেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইংলিসকে। অস্ট্রেলিয়ার এই উইকেটকিপার ব্যাটারের চোট কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি। তবে সহসায় যে মাঠে ফেরা হচ্ছে না সেটা খানিকটা নিশ্চিত। এমনটা হলে আইসিসির অনুমোদনে নতুন ক্রিকেটার দলে নিতে পারবে অস্ট্রেলিয়া।
লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ার রাডারে থাকলেও চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। ৯ টি-টোয়েন্টি খেলে ২২০ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। যেখানে তার স্ট্রাইক রেট ১৪১.০২। খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও বিশ্বকাপের দলে ছিলেন তিনি।
-নট আউট/এমআরএস