03/14/2025 ভারতের বিপক্ষে হোম সিরিজের সূচি ঘোষণা
নট আউট ডেস্ক
২০ অক্টোবর ২০২২ ২২:৩৮
স্পেশাল করেসপন্ডেন্টঃ আগামী ডিসেম্বরে ভারতের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী ১ ডিসেম্বর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার এই সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে বিসিবি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিসিবি জানিয়েছে, তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ৪, ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে।
পরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে দুই দলের সিরিজের প্রথম টেস্ট। ১৪-১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে দুই দল ঢাকায় ফিরবে। ২২-২৬ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।
দুই ম্যাচের টেস্ট সিরিজটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে। তাই পূর্ণ শক্তির ভারতীয় দল খেলবে টাইগারদের বিপক্ষে। তবে ওয়ানডে সিরিজ ওডিআই সুপার লিগের অধীনে নয়। এজন্য ওয়ানডেতে ভারতের মূল দল নাও আসতে পারে।
সাত বছর পর বাংলাদেশ সফরে আসবে ভারতীয় দল। সবশেষ ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল তারা। ২৭ ডিসেম্বর ঢাকা ছাড়বে সফরকারী ভারতীয় দল।
-নট আউট/এমআরএস