03/14/2025 ম্যাচের ভেতর ‘তিন ম্যাচ’ জিততে হবে
স্পেশাল করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২২ ০৭:১০
স্পেশাল করেসপন্ডেন্ট: আধুনিক টি-২০ ম্যাচের তিনটি ভাগ সবার সামনেই দৃশ্যমান। দলগুলো সাধারণত পাওয়ার প্লে, মাঝের ওভার ও স্লগ ওভারের জন্য ভিন্ন ভিন্ন টার্গেট ঠিক করে থাকে।
টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম বলেছেন, ম্যাচের ভেতর এই তিন ম্যাচ জিততে হবে টাইগারদের। বিশ্বকাপে শীষ্যদের এমন পরিকল্পনাই ধরিয়ে দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ব্রিসবেনে অনুশীলনের পর সাংবাদিকদের শ্রীরাম বলেছেন, ম্যাচের ছোট ছোট মুহূর্তগুলো জিততে হবে। ওভারপ্রতি ৮ রান তুলতে হবে।
ম্যাচের পরিস্থিতি, বিভিন্ন অংশ নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় এই কোচ বলেছেন, ‘আমরা শেখার চেষ্টা করছি, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কীভাবে খেলা যায়। যে অবস্থাই থাকুক… কখনও রান থাকবে ৪ উইকেটে ৬০, কখনও ২ উইকেটে ১২০, সব পরিস্থিতির দাবিই মেটাতে হবে। তবে মূল ব্যাপার হলো, মাঝের ওভারগুলোয় ওভারপ্রতি ৮ রান তুলতে হবেই।'
ম্যাচের ছোট ছোট মুহূর্তগুলো জয়ের প্রতি তাগিদ জানিয়ে শ্রীরাম বলেছেন, ‘ম্যাচের মধ্যে ম্যাচ নিয়েও ভাবতে হবে, খেলাটাকে ভেঙে, যতটা সম্ভব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে ওইশগুলো জয় করা নিয়ে ভাবতে হবে। ওই ছোট ছোট মুহূর্তগুলো ভাবতে হবে, যেটা হবে গুরুত্বপূর্ণ।’
ব্যাটসম্যানদেরও ঝুঁকি নেয়ার লাইসেন্স দিয়েছেন টেকনিক্যাল কনসালটেন্ট, ‘ঝুঁকি অবশ্যই নিতে হবে। তবে সেটা হতে হবে সঠিক ঝুঁকি। উপযুক্ত বোলার বেছে নিয়ে সঠিক জায়গা লক্ষ্য বানিয়ে, নিজের হিটিং এরিয়ার ডাইমেনশন বুঝে হিট করতে হবে।’
টি-২০ বিশ্বকাপের মূল পর্বে ১৫ বছর ধরে জয় পায় না বাংলাদেশ দল। এবার সেই খরা কাটাতে চায় টাইগাররা। শ্রীরাম বলেছেন, ‘লক্ষ্য সম্ভব হলে ৫টি ম্যাচই জেতা! সব দলই তো জয়ের জন্য মাঠে নামে। তবে আমাদের বাস্তবতা বুঝতে হবে। একটি করে ম্যাচ ধরে এগোতে হবে আমাদের।’
-নট আউট/এমজেএ/টিএ