03/14/2025 হাসপাতাল থেকে হোটেলে ফিরেছেন শান মাসুদ
নট আউট ডেস্ক
২২ অক্টোবর ২০২২ ১৯:৩৬
নট আউট ডেস্কঃ অনুশীলনে সতীর্থ মোহাম্মদ নাওয়াজের নেওয়া শট সরাসরি মাথায় আঘাত করেছিল শান মাসুদের। বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছিলেন সাথে সাথে। অনুশীলন থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরিক্ষায় বড় ধরনের সমস্যা ধরা পড়েনি। তবে আরেকবার পরীক্ষার কথা জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
পাকিস্তান দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদের নিউরোলজিক্যাল পরীক্ষায় সবকিছু স্বাভাবিক এসেছে। সিটি স্ক্যানে দেখা যায় বল কেবল তার মাথার ওপরের অংশ আঘাত করেছে। সে জায়গাটি একটু ফুলে আছে। এছাড়া আর কোনো সমস্যা ধরা পড়েনি।
দ্বিতীয় দফায় কোন সমস্যা চিহ্নত না হলে অনুশীলনে যোগ দিবেন এই ব্যাটার। রোববার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হবে পাকিস্তানের।
-নট আউট/এমআরএস